মহান মুক্তিযুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে ১৯৭১ সালে ২৭ আগষ্ট পাক হানাদার বাহিনী ও রাজাকাররা ৬০ জন গ্রামবাসীকে গুলি ও জাবাই করে নৃসংশভাবে হত্যা করে। হত্যার পর ৩৮ জনকে ভৈরব নদীতে দেয় এবং ২২ জনকে পৃথক তিনটি স্থানে গণকবর দেয়। বর্তমানে এই সংরক্ষিত গণকবরে ২২ জন শহীদ মুক্তিযোদ্ধা শায়িত আছেন। উল্লেখ্য যাদের অনেকের নাম আজও জানা যায়নি।