আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্গলা বিষয়ক আলোচনা সভা। উপস্থিত ছিলেন জনাব দীপংকর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার, দিঘলিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন, খুলনা, জনাব জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর), খুলনা জেলা, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দিঘলিয়া, খুলনা, সহকারি কমিশনার (ভূমি), দিঘলিয়া, খুলনা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, দিঘলিয়া উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, উপ-নির্বাচনের প্রার্থীগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, দিঘলিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন, দিঘলিয়া, খুলনা। আলোচনা সভায় নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্গলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস