Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

          খুলনা জেলা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে অন্যতম। বিশেষ করে পাট শিল্পে খুলনা বিখ্যাত। তারই পথ ধরে দিঘলিয়া উপজেলা ব্যবসা-বাণিজ্যে অগ্রসর। উপজেলায় বেশ কয়েকটি পাটের মিল রয়েছে। তার কিছু রাষ্ট্রয়াত্ত এবং অন্যগুলো ব্যাক্তি মালিকানাধীন। দিঘলিয়া উপজেলার পাটকল গুলোর নাম হলো-

১. স্টার জুট মিল;

২. এপেক্স জুট মিল;

৩. সাগর জুট স্পিনিং মিলস লিঃ;

৪. মন্ডল জুট মিলস লিঃ;

৫. শাহনেওয়াজ জুট মিলস লিঃ।

 

           এছাড়াও পাট সংক্রান্ত আরো বেশকিছু কলকারখানা আছে। দিঘলিয়া উপজেলা কৃষি সম্পর্কিত বাণিজ্যেও অগ্রসর। এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয়।