খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ০৬টি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালের ০৭ নভেম্বর প্রতিষ্ঠা হয়।
দিঘলিয়া উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৫০' - ২২°৫১' এবং ৮৯°৩৩' - ৮৯°৪০' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে কালিয়া ও অভয়নগর উপজেলা, দক্ষিণাংশে ভৈরব নদী ও খুলনা মেট্রো এলাকা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা, পূর্বে তেরখাদা ও রূপসা উপজেলা।
নামকরণের ইতিহাসঃ
এ উপজেলার নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে। দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সেনহাটি , বারাকপুর ইউনিয়নের ভূখন্ড মূলতঃ ভৈরব নদীর পলি থেকে সৃষ্ট। আশেপাশের এলাকা থেকে লোকজন এসে এ অন্চ্ঞলে বসতি গড়ে তোলে। এ এলাকার লোকজনকে "নেমী" বলা হত । এ চরান্ঞলটি ছিল লম্বা বা দীঘল ।এ কারণে আজকের দিঘলিয়ার নামকরণ করা হয়েছে।
ফলশ্রুতিতে এ উপজেলার নামকরণ হয় দিঘলিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস