Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দিঘলিয়ার ইতিহাস

              খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ০৬টি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালের ০৭ নভেম্বর  প্রতিষ্ঠা হয়।


দিঘলিয়া উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৫০' - ২২°৫১' এবং ৮৯°৩৩' - ৮৯°৪০' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে কালিয়া ও অভয়নগর উপজেলা, দক্ষিণাংশে ভৈরব নদী ও খুলনা মেট্রো এলাকা, পশ্চিমে ডুমুরিয়া  উপজেলা, পূর্বে তেরখাদা ও রূপসা উপজেলা।


নামকরণের ইতিহাসঃ


এ উপজেলার নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে।  দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সেনহাটি , বারাকপুর ইউনিয়নের ভূখন্ড মূলতঃ ভৈরব নদীর পলি থেকে সৃষ্ট। আশেপাশের এলাকা থেকে লোকজন এসে এ অন্চ্ঞলে বসতি গড়ে তোলে। এ এলাকার লোকজনকে "নেমী" বলা হত । এ চরান্ঞলটি ছিল লম্বা বা দীঘল ।এ কারণে আজকের দিঘলিয়ার নামকরণ করা হয়েছে।


 ফলশ্রুতিতে এ উপজেলার নামকরণ হয় দিঘলিয়া।