কবি, সাহিত্যিক ও শিল্পীগণের মধ্যে উল্লেখযোগ্য
১. কবি কৃষ্ণ চন্দ্র মজুমদার
বাসস্থান: সেনহাটি, চন্দনীমহল, কাঁটাবন, দিঘলিয়া, খুলনা। তাঁর বিখ্যাত কবিতার মধ্যে চির সুখী জন, ভ্রমে কি কখন।
২. নাট্যকার শচীন্দ্র নাথ সেনগুপ্ত
দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে ১৮৯২ সালে জন্ম। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। দেশের দাবী, কামাল আতাতুর্ক, বাংলার প্রদীপ, ভারত বর্ষ, এই স্বাধীনতা, রক্ত কমল, ঝড়ের রাতে, স্বামী স্ত্রী তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম।
৩. কন্ঠ শিল্পী যুঁথিকা রায়
জন্ম দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেনহাটিতে তাঁদের গ্রামের বাড়িতে বসেও যুথিকাকে গান শিখিয়েছেন বলে জানা যায়। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এক সময় নিয়মিত তাঁর গজল, নজরুল গীতি ও রজনীকান্তের গান প্রচারিত হত।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের উল্লেখযোগ্য বিপ্লবী
১. রসিক লাল দাস
জন্ম সেনহাটি, পিতা-রামচন্দ্র দাস। ১৯২০ সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিএ পড়া ছেড়ে দেন।
২. দ্বিজরাজ ভট্টাচার্য
দিঘলিয়ার সেনহাটি গ্রামের দ্বিজরাজবাবু অসহযোগ আন্দোলনের যুগে যামিনীভূষণ ও ননীগোপালবাবুর সঙ্গে আইন ব্যবসা ত্যাগ করেন। তিনি ছিলেন নিরভিমান ও শান্ত। গান্ধীবাদী এ বিপ্রবী আইন অমান্য আন্দোলনের সময় কারাদন্ড ভোগ করেন।
৩. শহীদ অনুজাচরণ সেন
৪. শহীদ অতুল সেন
৫. প্রফুল্ল চন্দ্র সেন (সাবেক পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী)
৬. রতিকান্ত দত্ত ও
৭. ডাঃ নরেশ ব্যানার্জীর নাম উল্লেখযোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস