গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
দিঘলিয়া, খুলনা।
https://digholia.khulna.gov.bd/
১. ভিশন ও মিশন
ভিশন: দক্ষ ও কার্যকর মাঠ প্রশাসন ।
মিশন: প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি দক্ষ, সেবামুখী, কল্যাণধর্মী ও জবাবদিহিতামূলক মাঠ প্রশাসন গড়ে তোলা।
২. সেবা প্রদান ও প্রতিশ্রুতি
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পদবী, রুম নম্বর, জেলা/ উপজেলা কোড, অফিসিয়াল টেলিফোন নম্বর ও ই মেইল) |
উর্ধতন কর্মকর্তা পদবী, রুম নম্বর, জেলা/ উপজেলা কোড, অফিসিয়াল টেলিফোন নম্বর ও ই মেইল) |
১. |
মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক ব্যক্তির অনুকুলে বিতরণ |
০২ (দুই) দিন |
জাতীয় পরিচয়পত্রের ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপিসহ সাদা কাগজে আবেদন |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন: ০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
২
|
মসজিদ, মন্দিরসহ অন্যান্য বিষয়ে প্রাপ্ত অনুদানের অর্থ বিতরণ |
১০ দিন |
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমিটির সভাপতি /সম্পাদকের ০১ কপি সত্যায়িত ছবি ও আইডি কার্ডের ফটোকপিসহ প্রতিষ্ঠানের অনুকুলের অর্থের চেক প্রদানের জন্য ব্যক্তিকে উত্তোলনের ক্ষমতা প্রদান সম্বলিত রেজুলেশনের ফটোকপি ও অগ্রিম ভ্উাচার দাখিল করতে হবে। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৩ |
মহামান্য রাষ্ট্রপতি/মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ এর স্বেচ্ছাধীন তহবিল/ অন্যান্য কোন সরকারি তহবিল থেকে প্রাপ্ত অনুদান/ প্রাপ্ত চেক বিতরণ |
০৭ দিন |
জাতীয় পরিচয়পত্রের ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপিসহ সাদা কাগজে আবেদন |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৪ |
হাট বাজারের চান্দিনা ভিটি লীজ প্রদান |
৪০ দিন |
আবেদন, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, ট্রেড লাইসেন্স এর ফটোকপিসহ ০১ কপি ছবি। |
উপজেলা ভূমি অফিস |
২০/ টাকার কোর্ট ফি সহ আবেদন, নীতিমালার আলোকে নির্ধারিত ইজারামূল্য |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৫ |
হাটবাজার ইজারা প্রদান |
১৫ মাঘ থেকে ২০ চৈত্র |
দরপত্রে উল্লিখিত শর্ত মোতাবেক যাবতীয় কাগজপত্র ও জামানত বাবদ অর্থের ডকুমেন্ট |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ উপজেলা ভূমি অফিস /সোনালী ব্যাংক, দিঘলিয়া ও জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা |
সিডিউল মূল্যসহ সিডিউলে বর্র্ণিত শর্ত সমূহ পুরণ করতে হবে । |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৬ |
জলমহাল ইজারা প্রদান |
১৫ মাঘ থেকে ২০ শে চৈত্র |
বিজ্ঞপ্তি মোতাবেক সিডিউল গ্রহণ ও দাখিল, চাহিত মোতাবেক জামানত ও দর দাখিল |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ উপজেলা ভূমি অফিস/সোনালী ব্যাংক, দিঘলিয়া ও জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা |
দাখিলকৃত সর্বোচ্চ দর |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৭ |
কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান |
৩০ দিন |
নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান ও দরখাস্তে বর্ণিত প্রয়োজনীয় তথ্যাদি পুরণ ও আনুসংগিক কাগজপত্র সংযুক্ত পূর্বক দাখিল |
উপজেলা ভূমি অফিস |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৮ |
অর্পিত সম্পত্তি ইজারা প্রদান |
১০ দিন |
একসনা ডিসিআর নবায়নের জন্য আবেদন এবং তদন্ত সাপেক্ষে মতামত প্রদান ও লীজ নবায়ন/ বাতিলের সিদ্ধান্ত প্রদান |
উপজেলা ভূমি অফিস |
লীজ নবায়ন সংক্রান্ত নীতিমালার আলোকে শ্রেনী বিশেষে ইজারার অর্থ প্রদান করা |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
৯ |
এনজিও বিষয়ক কার্যক্রম/ প্রত্যয়ন |
০৭ কার্য দিবস |
আবেদন প্রাপ্তির পর যাচাই সাপেক্ষে প্রমানক সহকারে কার্যক্রমের প্রতিবেদন যাচাই ও প্রত্যয়ন ইস্যু |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১০ |
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ। |
০২(দুই) কার্য দিবস |
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদন । সেই সাথে পুর্ববর্তী কমিটির গঠন সংক্রান্ত কপি ও রেজুলেশন এর সত্যায়িত কপি |
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১১ |
শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠনের জন্য অভিভাবক সদস্য নিয়োগ। |
০২(দুই) কার্য দিবস |
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদন । সেই সাথে পুর্ববর্তী কমিটির গঠন সংক্রান্ত কপি ও রেজুলেশন এর সত্যায়িত কপি |
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১২ |
জেএসসি/এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন বিষয়ে মতামত |
০৭(সাত) কার্য দিবস |
প্রয়োজনীয় তথ্যাদি/ প্রমানপত্রসহ বোর্ডে প্রেরণ। কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতিপত্র |
মাধ্যমিক শিক্ষা অফিস |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৩ |
প্রয়াত মুক্তিযোদ্ধার দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ ব্যয়ভার
|
০১ দিন |
উত্তরাধিকারীর আবেদনের প্রেক্ষিতে এবং উপজেলা কমান্ডার এর প্রত্যয়ন মৃত্যুসনদ এবং গেজেটের কপির ফটোকপি। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৪ |
সাধারণ অভিযোগ তদন্ত ও নিস্পত্তি |
১৫ দিন |
সরকারি নির্দেশনার ও বিধি বিধান অনুসরণের আলোকে গণশুনানীর মাধ্যমে |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৫
|
ইউ পি চেয়ারম্যান/সদস্য গণের সম্মানী ভাতা প্রদান |
বরাদ্দ প্রাপ্তির পর ১০ দিন |
জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রাপ্ত বরাদ্দ চেক জমা করে উত্তোলনের মাধ্যমে প্রদান। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৬ |
ইউ পি দফাদার ও মহল্লাদারদের সম্মানী ভাতা প্রদান |
বরাদ্দ প্রাপ্তির পর ১০ দিন |
জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রাপ্ত বরাদ্দ চেক জমা করে উত্তোলনের মাধ্যমে প্রদান। |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
|
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৭ |
বে-সরকারী কলেজ, স্কুল ও মাদরাসার বেতন বিল প্রদান |
২ দিন |
এমপিও এর কপিসহ বিল সঠিকভাবে দাখিল করা হলে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষর করা হয় । |
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৮ |
ভিজিএফ/ত্রাণ/মানবিক সাহায্য বিতরণ |
২১ দিন |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নীতিমালায় বর্ণিত কার্যাবলী অনুসরণ পূর্বক কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়ন |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
১৯ |
কাবিখা/কাবিটা/টিআর (সাধারণ ও বিশেষ) |
৬০ দিন |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দূর্যোগ পীড়িত জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, ঝুঁকিহ্রাস কর্মসূচীর মাধ্যমে ঋণ বিতরণ, টি.আর, জি.আর, কাবিখা, ভিজিডিসহ এতদসংক্রান্ত বিভিন্ন কার্যাদি সম্পন্ন করণ |
১। উপজেলা নির্বাহী অফিসার ২। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
২০ |
জেলা থেকে প্রাপ্ত সার ডিলারদের মাঝে উপ-বরাদ্দ প্রদান |
২ দিন |
উপজেলা কৃষি অফিসের নিকট থেকে নথি ও আগমনী বার্তা, চালান পত্র |
উপজেলা কৃষি অফিস |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
২১ |
গণশুনানী সংক্রান্তে প্রাপ্ত অভিযোগ নিস্পত্তি করণ। |
০৭(সাত) কার্য দিবস |
অভিযোগের বিষয় আবেদন অভিযোগের বিষয় প্রমাণক |
১। উপজেলা নির্বাহী অফিসার ২।সংশ্লিষ্ট বিষয়ক কর্মকর্তা |
বিনামূল্যে |
উপজেলা নির্বাহী অফিসার ফোন: ০২৪৭৭৭-৩৩৮০৬ |
জেলা প্রশাসক, খুলনা ফোন -০২-৪৭৭৭২১১১১ (অফিস) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস