গত ০৮ জুন, ২০১৪ খ্রিঃ তারিখে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল দিঘলিয়া উপজেলা পরিষদ উন্মুক্ত পরিকল্পনা ও বাজেট অধিবেশন ২০১৪-'১৫। উক্ত অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা পরিষদের ২০৪-'১৫ অর্থবছরের বাজেট সর্বসাধারণের উদ্দেশ্যে প্রকাশ করা হয় এবং বাজেট সম্পর্কে সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হয় কিভাবে বাজেট সঠিকভাবে বাস্তবায়ন এবং জনসাধারনের উপকারে ব্যয় করা যায়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খান নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জনাব শরীফ মোজাম্মেল হোসেন। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস