দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব কোহিনুর বেগম ইন্তেকাল বরণ করেছেন। তিনি গত ২৩ এপ্রিল বিকাল ৫টায় এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল (সার্জিক্যাল হাসপাতাল) এ নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি ২৫ এপ্রিল, ২০১৪ খ্রিঃ শুক্রবার দুপুর ১টায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল প্রয়াণে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, দিঘলিয়া, খুলনা -এর পক্ষ থেকে গভীর ভাবে শোকাহত এবং তাঁর আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস