৭ নভেম্বর, ১৯৮৩ খ্রিঃ তারিখে দিঘলিয়া উপজেলা স্থাপিত। গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটি, আড়ংঘাটা এবং যোগীপোল ইউনিয়ন নিয়ে দিঘলিয়া উপজেলা গঠিত। দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সেনহাটি, বারাকপুর ও দিঘলিয়া ইউনিয়নের ভুখন্ড মূলতঃ ভৈরব নদীর পলি থেকে সৃষ্ট। আশেপাশের এলাকা থেকে লোকজন এসে এই অঞ্চলে বসতি গড়ে তোলে। এই এলাকার লোকজনকে “নেমি '' (name) বলা হতো। এ চরাঞ্চলটি ছিল লম্বা বা দিঘল। এ কারণে হয়ত এর নাম হয়েছে দিঘলিয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS